D3 Mega Campaign is coming! Look at this great deal!
Hurry! Amazing deals on Daraz!

উত্তাপ ছড়িয়েই যাচ্ছেন বাংলাদেশ চিত্র নায়িকা পরীমনি - কৌণিক বার্তা

Advertisement
 বাংলাদেশ চিত্র নায়িকা পরীমনির ছবি কৌণিক বার্তা
পরীমনিকে বাংলাদেশের সিনেমার ‘গ্ল্যামার গার্ল’ বলা হয়। চিত্র নায়িকা পরীমনি রূপে, গুণে ও অভিনয়ের
দক্ষতার কারণে অল্প কয়েক দিনেই হয়ে উঠেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন।

শুধু তাই নয়, চিত্র নায়িকা পরীমনি যখন সিনেমায় নাম লিখান তখন থেকেই কোনো না কোনো কারণে পরীমনি ছিলেন খবরের শিরোনামে। তার ছবি মুক্তি হওয়ার আগেই এই নায়িকা পরীমনি চুক্তিবদ্ধ হন ১৮টি ছবিতে, যা ঢাকাই সিনেমার জগৎতের ইতিহাসে আগে দেখা যায়নি।

নতুন ছবিতে পরীমনি দেখা না মিললেও, আছেন টেলিছবি ও বিজ্ঞাপনে। তবে তার চেয়েও বেশি আছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। একের পর এক ছবি প্রকাশ করে আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

শুধু নিজের ছবিই নয়, পরীমনি ইদানিং তার তোলা ছবি প্রকাশ করেও হয়েছেন প্রশংসিত।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url