D3 Mega Campaign is coming! Look at this great deal!
Hurry! Amazing deals on Daraz!

বিকাশ লোন নেওয়ার নিয়ম –বিকাশ অ্যাপ থেকেই সিটি ব্যাংক-এর লোন নিন ! কিভাবে বিকাশে জামানত ছাড়া সিটি ব্যাংক ঋণ নিবো?

Advertisement
বিকাশ লোন নেওয়ার নিয়ম –বিকাশ অ্যাপ থেকেই সিটি ব্যাংক-এর লোন নিন
বিকাশ লোন নেওয়ার নিয়ম

ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠোয়! কারণ, সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা।

বিকাশ লোন কখন চালু করা হয়?

১৫ ডিসেম্বর ২০২১ সালে বিকাশ একটি নতুন ফিচারের অধীনে সিটি ব্যাংক এর সাথে একত্রিত হয়ে চালু করেছে দেশের প্রথম ডিজিটাল ঋণ বিতরণ সেবা। বছরখানেক পরীক্ষামূলক থাকার পর ২০২১ সাল থেকে বিকাশ ডিজিটাল ঋণ সেবাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শুরুতে এর আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল লোন পাওয়া যেত। এখন বিকাশ লোনের পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত করেছে। এই সেবাই গ্রহকের অনেক সুবিধা হবে। কাগজের কোন ঝামিলা ছাড়াই বিকাশ অ্যাপ দিয়ে মিনিটেই সিটি ব্যাংকে লোন বা ঋণ নিতে পারবেন খুব সহজে। এই পোস্ট ডিজিটাল ঋণ কি ভাবে নিতে এর নিয়ম এবং কি কি শর্ত আছে এবং সবাই কি ঋণ পাবে?  সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। বাংলাদেশের বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকের এই জামানতবিহীন লোন বিকাশ একাউন্টে পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক, বিকাশ এবং সিটি ব্যাংক এর এই ডিজিটাল ঋণ বিতরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর।

বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক এর লোন নেওয়ার সুবিধা?

  • আবেদন করার সাথে সাথে লোন পাবেন কোন ঝামেলা ছাড়ার।
  • আমি যেকোন পরিমাণ লোন নিলেই ঋণ পরিশোধের সময় ৩ মাস।
  • বিকাশ অ্যাপের মাধ্যমে কোন সিটি ব্যাংক একাউন্ট লাগবে না।
  • মজার ব্যাপার হলো বিকশ ঋণ পাবেন কোন জামানত লাগবে না।
  • এর মাধ্যমে কোন কাগজ-পত্রের ঝামেলা থাকবে না।
  • আপনার বিকাশ একাউন্ট ব্যালেন্স থেকে অটো-কিস্তি পরিশোধের সুবিধা আছে।
  • সিটি ব্যাংক এর কোন ফি নেই।

কেন বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নেবেন? 

  • আবেদন করার সাথে সাথেই লোন পাবেন
  • ৩ মাস মেয়াদী লোন
  • কোনো ব্যাংক একাউন্ট বা জামানত লাগবে না
  • কোন কাগজ-পত্র লাগবে না
  • একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা
  • ব্যাংক-এর কোন প্রসেসিং ফি নেই।
  • বিকাশ লোন সুবিধার বিস্তারিত

কত টাকা লোন নিতে পারবো?

এই লোন সুবিধার আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে সিটি ব্যাংক থেকে ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন। গ্রাহকের বিকাশ একাউন্টে এই লোনের টাকা জমা হবে, এবং বিকাশ একাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন।

বিকাশ লোন কত বার নিতে পারবো?

একজন গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। কিন্ত লোন পরিশোধ করার পরে আপনি যদি লোন পাওয়ার যোগ্য হন তাহলে আবার লোন নিতে পারবেন।

বিকাশ লোন ইন্টারেস্ট কত?

বিকশ অ্যাপের মাধ্যমে লোন নিলেও আপনাকে ইন্টারেস্ট বা সুদ দেওয়া লাগবে। বিভিন্ন ব্যাংক যে ভাবে ঋণের ইন্টারেস্ট নিচ্ছে ঠিক সেই ভাবে ইন্টারেস্ট নিবে বিকাশ। আপনি যখন লোন নিবেন তখন আপনি দেখতে পাবেন কত টাক কিস্তি দিতে হব। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী লোন এমাউন্টের উপর বিকাশ বাৎসরিক ৯% ইন্টারেস্ট রেট নিবেন। 

কিভাবে বিকাশ থেকে লোন নিতে হয়?

বিকাশ অ্যাপরে মাধ্যমে যে ভাবে লোন বা ঋণ নিবে তা বিস্তারিত নিচে ছবিসহ বলা হয়েছে। আপনি সকল ধাপগুলো বুঝে-শুনে কাজ করবেন তাহলে লোন পাবোন। ধৈর্য সহ কারে এই ধাপ গুলো দেখুন এর পরে আপনি লোনের জন্য আবেদন করুন। 

বিকাশ লোন নেওয়ার নিয়ম ২০২২

ধাপ ১

আপনার বিকাশ অ্যাপ ওপেন করুন। এর পরে "More" অপশানে ট্যাপ করুণ।

বিকাশ লোন নেওয়ার নিয়ম প্রথম ধাপ
বিকাশ লোন নেওয়ার নিয়ম প্রথম ধাপ

ধাপ ২

এখন "লোন" অপশানে ট্যাপ করুণ।

বিকাশ লোন অপশান
বিকাশ লোন অপশান

ধাপ ৩

এখানে আপনাকে দেখাবে সিটি ব্যাংক থেকে বিকাশ আপনি কত টাকা লোন নিতে পারবেন। আপনার বিকাশ লেনদেন এর ওপর নির্ভর করে আপনাতে দেখাবে আপনি কত টাকা লোন পাবেন। দেখার পরে আপনি "তথ্য শেয়ার করার অনুমতি দিন" বাটনে ট্যাপ করুণ।

বিকাশ কত টাকা লোন পাবো
বিকাশে কত টাকা লোন পাবো

ধাপ ৪

আপনি কত টাকা লোন ব্যবহার করতে পারবেন তা এখানে দেখতে পারবেন। যদি আপনার ঠিক আছে মনে হয় তাহলে আপনি "লোন নিন" বাটনে ট্যাপ করুণ।

বিকাশ ব্যবহারযোগ্য লোন লিমিটি
বিকাশ ব্যবহারযোগ্য লোন লিমিটি

ধাপ ৫

আপন কত টাকা লোন নিবেন তার পরিমাণ দেন এবং ৩ মাস কিস্তি সিলেক্ট করুণ। ধাপ ৪ এর অপশানে আপনাকে যত টাকা দেখাবে সর্বোচ্চ সেই পরিমাণ টাকা লোন নিতে পারবেন। এখন আপনার প্রয়োজনীয় ঋণের পরিমাণ দিন এর পরে "এগিয়ে যান" বাটনে ট্যাপ করুণ।
বিকাশ লোন এর পরিমাণ এবং ৩ মাস কিস্তি সিলেক্ট
লোন এর পরিমাণ এবং ৩ মাস কিস্তি সিলেক্ট

ধাপ ৬

এখানে আপনার লোন পরিমাণসহ সকল তথ্য যেমন কত তারিখে কত টাকা কিস্তি দিতে হবে তা আপনাকে দেখাবে। সঠিক আছে কিনা তা বিস্তারিত দেখুন এরপর "এগিয়ে যান" বাটনে ট্যাপ করুণ
কিস্তির সকল তথ্য দেখুন
 কিস্তির সকল তথ্য দেখুন

ধাপ ৭

বিকাশ লোন নেওয়ার কিছু নির্দেশনা ও শর্তাবলী দেওয়া হবে সেই সকল নির্দেশনা ও শর্তাবলী ভালো ভাবে পড়ার পরে "সম্মতি দিন" বাটনে ট্যাপ করুণ

বিকাশ লোন নির্দেশনা ও শর্তবলী
বিকাশ লোন নির্দেশনা ও শর্তবলী

ধাপ ৮

আপনাকে লোনের সকল তথ্য প্রদান করা হবে।  যদি আপনাকে দেখানো সকল তথ্য ঠিক থাকে তাহলে আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার দিন। 
বিকাশ লোন কনর্ফম করার জন্য বিকাশ পিন নাম্বার দিন
বিকাশ লোন কনর্ফম করার জন্য পিন নাম্বার দিন

ধাপ ৯

এই ধাপে লোনের সকল তথ্য দেখানো হবে সঠিক থাকলে "ট্যাপ করে ধরে রাখুন"

বিকাশ লোন নেওয়ার জন্য ট্যাপ করে ধরে রাখুন
বিকাশ লোন নেওয়ার জন্য ট্যাপ করে ধরে রাখুন

ধাপ ১০

আপনার দেওয়া সকল তথ্য সঠিক থাকলে আপনাকে বিকাশ থেকে একটি কনর্ফম এসএমএস প্রদান করা হবে। 
সিটি ব্যাংক থেকে লোন কনর্ফম
সিটি ব্যাংক থেকে লোন কনর্ফম

লোন পরিশোধের নিয়মাবলি?

  • লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ড-এ গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন।
  • গ্রাহক চাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটো ডেবিট হিসেবে কেটে নেয়া হবে। অথবা, গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগে নিজেই লোনের অর্থ পরিশোধ করতে পারেন, যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন।
  • নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্টে যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করা হলে, সেক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে।
  • বিলম্ব ফি'র হার লোনের পরিমাণের উপর বাৎসরিক ২%। 

কারা এই লোন সুবিধা পাবেন

ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী, সিটি ব্যাংক নির্দিষ্ট বিকাশ গ্রাহকদের এই লোন সুবিধা প্রদান করবে। আপনি বিকাশ গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে লোন পাবেন কি না, তা জানতে বিকাশ অ্যাপের লোন অপশনে যান। ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি, লোন লিমিট, লোন পরিশোধের নিয়মাবলি, লোন পাওয়ার যোগ্যতা, এবং ক্রেডিট পলিসি নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত। 


এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
1 মন্তব্যগুলো
  • All bangla newspaper
    All bangla newspaper April 12, 2022 at 1:44 PM

    https://allbanglanewspaperlive.com/

মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url