ভাব-সম্প্রসারণ : নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা
নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা ভাব-সম্প্রসারণ / মাতৃভাষা প্রত্যেক মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ।
নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
ভাবসম্প্রসারণ নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
মূলভাব:
মাতৃভাষা প্রত্যেক মানুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ। মাতৃভাষার সুমধুর বাণী ছাড়া অন্য কিছুতেই হূদয়-প্রাণ জুড়ায় না।
সম্প্রসারিত ভাব:
এই বিশাল পৃথিবীতে অসংখ্য দেশ ও জাতি যেমন রয়েছে তেমনি প্রত্যেক জাতির জন্যে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা। মাভাষায় মনোতাৰ প্ৰকাশেশ মানুষ যত বেশি আনন্দ পায়, অন্য কোনো ভাষায় মনোভাব প্রকাশ করে তা পায় না। পৃথিবীতে মানুরে মনের তার প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষা বা মদেশী ভাষার নিরুষ একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সঙ্গে মানুষের এমন একটি আত্মিক সম্পর্ক ও যোগাযোগ থাকে যে, সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশি ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থভাবে উপলব্ধি করা যায় না। প্রতিভাশালী লোকেরা পৃথিবীর নানান জাতির নানান ভাষা শিখে ও চর্চা-গবেষণা করে বহু ভাষাবিদ বা পণ্ডিত খ্যাতিলাভ করেন। কিন্তু তাঁরা মনের ভাব প্রকাশ করার জন্য মাতৃভাষা বা স্বদেশী ভাষারই সহায়তা নিয়ে থাকেন। নিজের ভাষার সাথে মানুষের পরিচয় ঘটে শিশুকাল থেকে। সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা ইত্যাদি প্রকাশের জন্য মানুষ মাতৃভাষাকে খুব সহজেই ব্যবহার করতে পারে এবং অন্যকে বোঝাতে সক্ষম হয়। আমরা বাংলাদেশী। বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা বাংলার সাথে আমাদের ভাব সহজ, প্রগাঢ় ও অন্তরঙ্গ। আমাদের সুখ-দুঃখ, হাসি- কান্না, আবেগ-অনুভূতি সবই আমরা ঐকান্তিকভাবে প্রকাশ করতে পারি মাতৃভাষা বাংলার মাধ্যমে। আমাদের আশা-আকাঙ্ক্ষা এবং বিমূর্ত চিন্তা ও চেতনা মূর্ততা লাভ করে মাতৃভাষা বাংলার মাধ্যমেই।
মন্তব্য:
মাতৃভাষার মাধুর্য ও প্রেরণা অতুলনীয়। এই ভাষার জন্যই বাঙালি জাতি অসীম ত্যাগ স্বীকার করেছে।
বিঃদ্রঃ বাংলাদেশর সকল শিক্ষা বিষয়ের খবর তথ্য জানতে চোখ রাখুন কৌণিক বার্তা ফেসবুক পেজেঃ-
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url