জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ২০২২ ডাউনলোড করুন | NU Honours 3rd year Form fill up 2022 Download

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ২০২২ ডাউনলোড করুন | NU Honours 3rd year Form fill up 2022 Download

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) আবেদন ফরম পূরণ (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী) সংক্রান্ত যাবতীয় কার্যক্রম Online এর মাধ্যমে সম্পন্ন করা হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম ফিল আপ ২০২২ সার্কুলার সেশন ২০১৯-২০২০ আজ বিডি কম ওয়েবসাইটে আমার শিক্ষায় প্রকাশিত হয়েছে।  আপনি NU অফিসিয়াল ওয়েবসাইট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফর্ম 2020 পূরণ করতে পারেন।  NU অনার্স ৩য় বর্ষ (2018-2019 সেশন) পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি 2021

National University Honours 3rd year Form fills up 2022 |জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 3য় বর্ষের ফরম 2022 পূরণ করে:

☞ ফর্ম পূরণের শেষ তারিখ: 19/12/2022 থেকে 19/01/2023 পর্যন্ত (ছাত্র দ্বারা)

☞ ফরম পূরণের বিস্তারিত কলেজের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে

২০২০ অনার্স ৩য় বছর পরীক্ষা ফরম পূরণঃ

 2017-2018 শিক্ষাবর্ষ, 2016-2017, 2015-2016, 2014-2015 এবং 2013-2014 শিক্ষাবর্ষের নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন প্রার্থীরা এই কার্যকলাপে অংশগ্রহণ করবে।

NU অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ২০২২ ডাউনলোড করুন | NU Honours 3rd year Form fill up 2022 Download

আপনার সুবিধার জন্য ফর্ম ফাইল করার এবং জমা দেওয়ার তারিখ, আনুষঙ্গিক শর্তাবলী নীচে দেওয়া হল:

☞ 15/09/2021 থেকে 10/10/2021 পর্যন্ত, প্রার্থীরা অনলাইন ফর্মটি পূরণ করে কলেজে জমা দিতে পারবেন।

☞শিক্ষার্থীদের ডেটা নিশ্চিত করার শেষ সময় (কলেজের দ্বারা) হল 15/01/2020।

☞ কলেজের সোনালী সার্ভিসের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ দিন ১৮/০১/২০২০ পর্যন্ত।

☞ পে স্লিপ, ফি স্টেটমেন্ট, স্টুডেন্ট স্টেটমেন্ট এবং অন্যান্য ডকুমেন্ট 19/01/2020 এর মধ্যে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

☞ 09/09/2019 তারিখে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র, বিবৃতি ফর্ম, ফি জমা, ফর্ম সংগ্রহ এবং অন্যান্য নিয়ম আরোপ করা হবে।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি  ২০২০ বারের অনার্স ৩ বর্ষ ঋণ ফরম পূরণের প্রস্তাব ২০১৭-২০১৮ সেশন।

 সময়সীমাঃ ১৫/০৯/২০২১ তারিখ থেকে ১০/১০/২০২১ তারিখ (শিক্ষার্থী রাজনৈতিক)

এ কার্যক্রম ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অংশগ্রহণ করবে, ২০১৬-১৭,-১৬, ২০১৪-১৫ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

 জাতীয় প্রস্তুতি ২০১৯ আগে অনার্স ৩য়স্ বাক (নিয়মিত, অনিয়মিত ও গ্রেডেডউন্নয়ন) পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ সংক্রান্ত সম্পূর্ন প্রকাশ।

পরীক্ষার আবেদন ফরম পূরণ ও জমাদানের তারিখ আনুষঙ্গিক নিয়ম এবং শর্তাবলী নিম্নরূপ:

বিঃ দ্রঃ বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের অবহিত করতে হবে। ফরম পূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরম পুরণের কোন প্রকার সুযোগ নাই ।

আবেদন ফরম, বিবরণী ফরম, ফি জমার ফরম সংগ্রহ ও অন্যান্য নিয়মাবলী :

১। অনলাইনে আবেদন ফরম পূরণ :

আবেদনকারীকে নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/honours গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ এবং ডাউনলোড করে প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ফিসহ স্ব-স্ব বিভাগে জমা দিতে হবে।

২। পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী :

ক) নিয়মিত: ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী শুধুমাত্র ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা যারা ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে এবং তৃতীয় বর্ষের শিক্ষাক্রম সম্পন্ন করেছে তাদের ডাটা ওয়েবসাইট-এ দেয়া আছে কেবল মাত্র সে সকল শিক্ষার্থীরা ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে। খ) অনিয়মিত: ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী (সেশন ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮) ইতোপূর্বে অনার্স ২য় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে অনার্স তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে।

প্রমোটেড বা উত্তীর্ণ হয়নি, সে সকল শিক্ষার্থী ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে তাদের

অনুত্তীর্ণ কোর্সসমূহে অংশগ্রহণ করবে।

গ) গ্রেড উন্নয়ন: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী ইতোপূর্বে ( ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০) সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ৪র্থ বর্ষে উত্তীর্ণ / প্রমোটেড হয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে F গ্রেড প্রাপ্ত হয়েছে বা কোন একটি পত্রে অনুপস্থিত রয়েছে তাদের সে সকল কোর্সের পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এ ছাড়াও ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় একজন শিক্ষার্থী এক বা দুটি কোর্সে C বা D গ্রেড পেয়েছে তারা ঐ সকল কোর্সে ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দুইটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। কোন শিক্ষার্থী যদি গ্রেড উন্নীত করতে ব্যর্থ হয় বা পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে ঐ কোর্সে তাঁর পূর্বের হোড় বহাল থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ২০২২ ডাউনলোড করুন | NU Honours 3rd year Form fill up 2022 Download

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ২০২২ ডাউনলোড করুন | NU Honours 3rd year Form fill up 2022 Download

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ২০২২ ডাউনলোড করুন | NU Honours 3rd year Form fill up 2022 Download

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ২০২২ ডাউনলোড করুন | NU Honours 3rd year Form fill up 2022 Download


এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url