কি অসীম তোমার করুণা সারাংশ - কৌণিক বার্তা

কি অসীম তোমার করুণা সারাংশ - কৌণিক বার্তা

আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। কি অসীম তোমার করুণা সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC

কি অসীম তোমার করুণা

কি অসীম তোমার করুণা! তুমি আমাদিগকে সৃষ্টির সেরা মানুষরূপে সৃষ্টি করেছ এবং অন্যান্য প্রাণী ও পদার্থকে আমাদের অধীন করে। দিয়েছ। তোমার চন্দ্র, সূর্য প্রতিদিন ভৃত্যের মতো আমাদিগকে আলো দান করে, তোমার বায়ু আমাদের শরীর জুড়ায় এবং তোমার নদীর পানি আমাদের তৃষ্ণা মিটায় । এই যে চাঁদের আলো, ফুলের হাসি, পাখির গান, এই যে আসমান-জমিনে তোমার এত শোভা, এত রূপ এ সমস্তই আমাদের সুখ আনন্দের জন্য। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। সারাংশ: আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি সৃষ্টিজগতের সমস্ত কিছুকেই মানুষের অধীন করে দিয়েছেন। মানুষের মঙ্গল ও আনন্দের জন্য তিনি অপরূপ শোভায় পৃথিবীকে সুসজ্জিত করে দিয়েছেন। তাই সকলেরই স্রষ্টার এ অপার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।


সম্পূর্ণ সারাংশ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url