সারাংশ - বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই

সারাংশ

সারাংশ বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই , আমাদের শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ। সকল শ্রেণি জন্য সারাংশ Class 6 7 8 9 10 SSC  HSC JSC 

বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই

বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। বাল্যকাল হইতেই আমাদের শিক্ষা প্রদ্ধতিতে কোন আনন্দ নাই। বাংলাদেশে বাল্যকাল যে শিক্ষা দেওয়া এতে আমাদের আনন্দ পাওয়া যায় না। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনোমতে কাজ চলে মাত্র; কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলেই পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারটি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনি একটি শিক্ষাপুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি অপাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। ইহাতে আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণ-শক্তি, ধারণা চিন্তা-শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে। -শক্তি,

সারাংশঃ আমাদের শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ। এ শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীকে পড়া গেলানো হয় মাত্র। তাই শিক্ষা গ্রহণ আনন্দপ্রদ হয় না। আনন্দময় শিক্ষায় মানুষের জ্ঞান ও চিত্তের উৎকর্ষ বৃদ্ধি পায়। তাই শিক্ষাকে আনন্দের অনুষঙ্গ করতে হবে।


সম্পূর্ণ সারাংশ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url