সময় ও স্রোত কারো অপেক্ষায় বসে থাকে না সারাংশ
সময় পাল্টায়, জীবন বদলে যায়, মানুষের অবস্থারও পরিবর্তন ঘটে, চিরকাল চলতে থাকে। তাই বলা হয় ,সময় ও স্রোত কারো অপেক্ষায় বসে থাকে না সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
সময় ও স্রোত কারো অপেক্ষায় বসে থাকে না। চিরকাল চলতে থাকে। সময় পাল্টায়, জীবন বদলে যায়, মানুষের অবস্থারও পরিবর্তন ঘটে। সময়ের নিকট অনুনয় করে, একে ভয় দেখাও, ভূক্ষেপও করবে না, সময় চলে যাবে আর ফিরবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনপ্রাপ্ত হওয়া যায়; কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরে আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল । যাই কাঁদ না কেন, গত সময় কখনো ফিরে আসবে না। সাময় এমনি এক স্রোত যা কারো জন্য অপেক্ষা করে না। সময় প্রবহমান । হারানো সাস্থ্য ধন-সম্পদ ফিরে পাওয়া যায়;কিন্তু সময়কে নয় । তাই গত সময়ের জন্য হাহাকার নিস্ফল ।
সারাংশঃ সময় নিয়ত প্রবহমান এবং মহামূল্যবান সম্পদ। এ সময় একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। তাই জীবনে সময়ের নিতে হবে। অনাদর ও অবহেলায় সময় নষ্ট করা আর জীবনকে ফাসে করা সমান কথা।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url