কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? সারাংশ - কৌণিক বার্তা

কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? সারাংশ - কৌণিক বার্তা

তোমরা বিদ্যালয়ে শিখবে বলে ভর্তি হয়েছ। মহৎ আকাঙ্ক্ষাই মানবজীবনে সাফল্যের পূর্বশর্ত। ,কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC

কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ?

কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাঙ্ক্ষা। তোমরা বিদ্যালয়ে শিখবে বলে ভর্তি হয়েছ। কি শিখতে হবে, ভেবে দেখ। পাখি তার মা-বাপের কাছে কী শিখে? পাখা মেলতে শিখে, উড়তে শিখে। মানুষকেও তার অন্তরের পাখা মেলতে হবে। তাকে শিখতে হবে কী করে বড় করে আকাঙ্ক্ষা করতে হয়। পেট ভরাতে হবে এ শিখবার জন্য বেশি সাধনার দরকার নেই। কিন্তু পুরোপুরি মানুষ হতে হবে এ শিক্ষার জন্য যে অপরিমিত আকাঙ্ক্ষার দরকার, তাকে শেষ পর্যন্ত জাগিয়ে রাখবার জন্য প্রয়োজন শিক্ষার।

সারাংশঃ মহৎ আকাঙ্ক্ষাই মানবজীবনে সাফল্যের পূর্বশর্ত। কীভাবে বড় আকাঙ্ক্ষা করতে হয়, তা শিখতে হবে। মনুষ্যত্ব অর্জনের আকাঙ্ক্ষাকে জাগ্রত করার জন্য প্রয়োজন শিক্ষার। তাই বলা হয় কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ।


সম্পূর্ণ সারাংশ তালিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url