অতীতকে ভুলে যাও সারাংশ - Kounik Barta
অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
অতীতকে ভুলে যাও
এই অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে ভেবে অনেক বোকাই মরেছে। আমাদের অতীত নিয়ে কোন শ্চিন্তা করতে নেই। আমার বর্তমান নিয়ে ভাবতে হবে। আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে নিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকেও অতীতের মতো দৃঢ়ভাবে দূরে সরিয়ে দাও। ময়ই তো ভবিষ্যৎকাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই। আতাই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, মানিক মুক্তির প্রায়বিক দুর্বলতায়। অতএব, অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও আর শুরু করা দৈনিক জীবন নিয়ে বাঁচাতে।
সারাংশ : অতীত আর কখনোই ফিরবে না তাই অতীত নিয়ে ভাবা মানেই পণ্ডশ্রম। আবার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ক্লান্তিকর ভাবনা ভেবেও লাভ নেই। তাই অতীত ও ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমানকে সুন্দর করে চিন্তাহীন জীবনযাপনই বুদ্ধিমানের কাজ। আমদের উচিত বর্তমানকে ভাবা।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url