অনেকে বলেন, স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই সারাংশ - Kounik Barta
নারীশিক্ষা সম্পর্কে আমাদের সমাজে ভ্রান্ত ধারণা বিদ্যমান অনেকে বলেন, স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
অনেকে বলেন, স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই। মেঘেরা চর্বচোষ্য রধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, দুই-চারিখানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট। আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে, অবশ্যক আছে, যেহেতু মারার দোষ-গুণ লইয়া পুরাণ সাধনে অবতীর্ণ হ্যা। এই জন্য দেখা যায় যে, আমাদের দেশে অনেক বালক শিক্ষকের কোনায় কাঠ বিদ্যার জেরে এফ. এ.. বি. এ. পাস হয় বটে; কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। সারাংশঃ নারীশিক্ষা সম্পর্কে আমাদের সমাজে ভ্রান্ত ধারণা বিদ্যমান। কেই কেউ নারী শিক্ষার প্রয়োজন সীকার করেন না। আবার অনেকে মনে করেন রান্নাবান্না-সেলাই করা এবং সামান্য বইপুস্তক পাঠ করতে পারলেই নারীশিক্ষা যথেষ্ট। প্রকৃতপক্ষে নারীদের যথার্থ শিক্ষা জরুরি কেননা তাদের শিক্ষার প্রভাবেই সন্তানেরা শিক্ষিত বা দুখ হয়ে থাকে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url