মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় জগতের একটি প্রাণীরও নাই সারাংশ | Kounik Barta
মৃত্যু অমোঘ সত্য। মৃত্যুর হাত থেকে কারও পরিত্রাণ নেই, মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় জগতের একটি প্রাণীরও নাই সারাংশ Class 6 7 8 9 10 SSC HSC JSC
মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় জগতের একটি প্রাণীরও নাই। সুতরাং এ অবধারিত সত্যকে সানন্দে স্বীকার করে নিয়ে মৃত্যুকে জয় করবার জন্য একটি বিশেষ কৌশল আয়ত্ত করতে হবে। তা হচ্ছে অতীতের পূর্ব-পুরুষদের সাধনাকে নিজের জীবনে এমনভাবে রূপবন্ত করো যেন এর ফলে তোমার বা আমার মৃত্যুর পরেও সেই সাধনার শুভফল তোমার পুত্রাদিক্রমে বা আমার শিষ্যাদিক্রমে জগতের মধ্যে ক্রমবিস্তারিত হতে পারে। মৃত্যু তোমার দেহকেই মাত্র ধ্বংস করতে পারলেও তোমার আরদ্ধ সাধনার ক্রমবিকাশকে অবরুদ্ধ করতে পারবে না । এখানেই মহাক্রান্ত মৃত্যুর আসল পরাজয় ।
সারাংশ : মৃত্যু অমোঘ সত্য। মৃত্যুর হাত থেকে কারও পরিত্রাণ নেই। তবু কর্ম ও জ্ঞান সাধনার মাধ্যমে মৃত্যুকে জয় করা যায়। জীবনের সাধনালব্ধ শুভফল যদি মৃত্যুর পরেও নিরন্তর বিকশিত হতে পারে তবে তা কীর্তিরূপে অবিনশ্বর হয়ে থাকে। প্রকৃতপক্ষে কীর্তিমানের কোনো মৃত্যু নেই। কীর্তিমানেরা তাঁদের কৃতকর্মের মধ্যেই বেঁচে থাকেন।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url