সূরা ফাতিহা বাংলা অর্থ ও উচ্চারণ সহ ইংরেজি / Surah Al-Fatihah Bangla
পবিত্র আল কুরআন শরীফের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, সূরার ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়। সূরা ফাতিহা শব্দের অর্থ শুরু করা। সূরা ফাতিহা বাংলা অর্থ ও উচ্চারণ এবং ইংরেজী ভাষা লেখা হয়েছে। Surah Al-Fatihah Bangla Translation
পবিত্র আল কুরআন শরীফের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। সুরাটি অন্য সূরার মত ভেঙ্গে ভেঙ্গে পড়া যায় না তাই অখণ্ড সূরা বলা হয়। সূরাটি একটি মাক্কী সূরা কারণ সূরার ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়। সূরা ফাতিহার আয়ত সংখ্যা ৭ এবং রুকূ সংখ্যা ১ টি। সূরা ফাতিহা শব্দের অর্থ শুরু করা। ফাতিহা শব্দটি আরবি “ফাতহুন” থেকে এসেছে। সূরা ফাতিহাকে অখণ্ড সূরা নামে ডাকা হয়। সুরার ফাতিহা মত অন্য সূরার দেখুন কুরআন সূরার তালিকা।
সূরা ফাতিহা / Surah Al-Fatihah |
নামকরণ
সূরা ফাতিহা এর নাম করণ তরা হয় আরবি “ফাতহুন” শব্দজাত যার অর্থ ‘উন্মুক্তকরণ’ । এ শব্দটি ভূমিকা ও বক্তব্য শুরু করার অর্থ বুঝায়। হাদিসে সুরা ফাতিহা এর অন্য নাম পাওয়া গিয়েছে। সূরাটির অন্য নাম রয়েছে। যেমনঃ উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরাতুস-সালাত, আস্-সাব’য়ুল মাসানী, সূরাতুল-হামদ।[১]
আয়াতসমূহ ও অর্থ , উচ্চারণ
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
ইংরেজী : In the name of Allah, Most Gracious, Most Merciful.
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ - লামি-ন ।
অনুবাদ : সমস্ত প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
ইংরেজী : Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds.
الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।
অনুবাদ : যিনি করুণাময় ও পরম দয়ালু।
ইংরেজী : Most Gracious, Most Merciful.
مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দ-ন
অনুবাদ : যিনি বিচার দিনের একমাত্র মালিক।
ইংরেজী : Master of the Day of Judgment.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
অনুবাদ : একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
ইংরেজী : Thee do we worship, and Thine aid we seek.
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
অনুবাদ : আমাদেরকে সরল পথ দেখাও,
ইংরেজী : Show us the straight way,
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ-মতা আ-লাইহিম মা’গদুবি আ’লাইহিম[২]
অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে আপনি নেয়ামত দান করেছ।
ইংরেজী : That's the way of all people, rightly you opine.
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ : গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালাদ্দাল্লীন।
অনুবাদ : এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট, আমীন।
ইংরেজী : And not in the way of those who are victims of your wrath and misguided,[৩] Amen.
সংক্ষিপ্ত ব্যাখ্যা
সূরার ফাতিহার দুটি আয়াতে মহান আল্লাহর গুণবাচক নাম উল্লিখিত আছে , তা হলো আর-রহমান ও আর-রাহীম । রহম অর্থ দয়া, অনুগ্রহ। রহমান শব্দটি আল্লাহ ছাড়া অন্য কারও জন্য ব্যবহার করা জায়েয নাই। সুরাটির দুই নাম্বার আয়তে আল-হামদু বলতে বুঝায় আধিক্য ও পরিপূর্ণতা । এই সূরায় বলা হয়েছে, মানুষ যখন মহান আল্লাহ ছাড়া অপর কোন কিছু গুণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তার প্রশংসা এবং তার ভক্তি শ্রদ্ধায় পড়ে মানুষ আর মানুষের দাস ও মানুষের পূজ করতে আরম্ভ করে ।এই অবস্থায় মানুষ আল্লাহর সাথে শিরক করে । সে পাপ থেকে বাঁচাতে মানুষকে এই সূর ফাতিহা একটি শিক্ষা দেয়।
সৃরা আল-ফাতিহার প্রথম তিনটি আয়তে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে এবংইমানের মৌলিক নীতি ও আল্লাহর একত্ববাদের বর্ণনা করা হয়েছে। সূরা ফাতিহার মাধ্যমে দোয়া করা শিক্ষা দিয়েছে মহান আল্লাহ তা’আল। এবং আয়াত তিন এ কিয়ামত ও পরকালের কথা বলা হয়েছে। আর আয়াত চার এ প্রশংসা ও দোয়া করা হয়েছে। আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট সাহায্য ও সহায়তার দোয় করা এবং আল্লাহএর কাছে দোয় ও আবেদনের বিষয়বস্তু পদ্ধতি শিক্ষা দেয়া হয়েছে।[১]
ফুজিলত
সূরা ফাতিহা রোগ নিরাময়ের জন্য বাবহৃত হয়েছিল । নামাজে সূরা ফাতিহা এর প্রয়োজনীয়তা হচ্ছে “যে ব্যক্তি এমন কোন সালাত আদায় করে যাতে সে উম্মুল কুরআন পড়ে না , তবে তার সালাত অসম্পূর্ণ।”[১]
তথ্যসূত্র
১. উইকিপিডিয়া [সূরা ফাতিহা]
২. হ য ব র ল.কম[সূরা ফাতিহা]
৩. গুগল ট্রান্সলেট ইংরেজী ভাষা [সূরা ফাতিহা]
পবিত্র আল কুরআনের সম্পূর্ণ সূরার তালিকা
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url