ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার
ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার |
বাংলাদেশে আগামী শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সে হিসেবে ২২ এপ্রিল দেশে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, আগামী শুক্রবার (২৯ রমজান) বাংলাদেশে চাঁদ দেখা যাবে। পরদিন শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশের সকল স্থানেই বড় চাঁদ দেখা যাবে। ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ, সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ যমুনা টিভি
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url