D3 Mega Campaign is coming! Look at this great deal!
Hurry! Amazing deals on Daraz!

৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না

Advertisement

রোববার বিকেলে বিটিআরসি ভবেনে ডেটা প্যাকেজ সম্পর্কে নতুন নির্দেশিকা দিয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে কোন মোবাইল কোম্পানির ইন্টারনেট ডেটা প্যাকেজ ৩ ও ১৫ দিন মেয়াদের আর থাকছে না বলে ঘোষণা করেছেন বিটিআরসি (BTRC)। শুধু থাকবে ৭ ও ৩০ দিন মেয়াদ এবং আনলিমিটেড ডেটা প্যাকেজ। কিন্তু মিনিট প্যাকেজ এর কোন পরিবর্তন হচ্ছে না বলে জানা গিয়েছে। আগের মত ৩, ৭, ১৫ ও ৩০ মেয়াদে মিনিট প্যাকেজ থাকছে।

৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না
ডেটা প্যাকেজ নতুন সিদ্ধান্ত

বিটিআরসি জানায়, বর্তমানে এখন ৯৫টি প্যাকেজ থাকলেও ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা মোট ৪০টি প্যাকেজ পাবেন। এছাড়াও ৫০ জিবি পর্যন্ত ডেটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে। সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, মোবাইল অপারেটররা বাড়তি মুনাফা করতে মেয়াদের চক্র গড়ে তুলেছে। এতে গ্রাহক বিভ্রান্ত হচ্ছে। এই চক্র ভেঙ্গে দিতেই এমন সিদ্ধান্ত।ভবিষ্যতে মোবাইল ডেটার সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম বেঁধে দেয়া হবে বলেও জানান তিনি। তবে মোবাইল অপারেটরদের দাবি, এর ফলে নিম্ন আয়ের মানুষ এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। একই সাথে ডেটা প্যাকের গ্রাহক কমায় কমবে রাজস্বও। তাই এই সিদ্ধান্তটি পু:নবিবেচনার দাবি তাদের।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url