কোরিয়ান সপ্তাহের নাম বাংলা অর্থ ও উচ্চারণসহ (Korean Week)
বাংলায় যেমন সপ্তাহের নাম আছে ঠিক তেমনি কোরিয়ান ভাষায় সপ্তাহের নাম আছে। আজ আমরা কোরিযান ভাষায় সপ্তাহের নাম শিখবো। আমরা জানি ৭ দিনে ১ সপ্তাহ হয়ে ঠিক তেমনি কোরিয়ান দেশেও ৭ দিনে ১ সপ্তাহ হয়।
কোরিয়ান সপ্তাহের নাম
কোরিয়ান ভাষায় কি ভাবে সপ্তাহের নাম বলে সেই বিষয় আজ জানবো। আমরা সপ্তাহের নাম কোরিয়ান বানান, বাংলা উচ্চারণ ও অর্থ সহ সপ্তাহের নাম শিখবো।
কোরিয়ান সপ্তাহের নাম |
কোরিয়ান বার এর নাম
কোরিয়ান ভাষায় সপ্তাহের নাম বাংলা ও উচ্চারণসহ শিখবো। কোরিয়ানে সপ্তাহকে 주 (ছু) বলে এবং দিনকে 일 (ইল) বলে আর কোরিয়ান বার কে 요일 (ইওইল) বলে। কোরিয়ানে ৭ দিনের নাম বাংলা ও উচ্চারণসহ নিচে সপ্তাহের নাম দেওয়া আছে।
কোরিয়ান সপ্তাহের নাম অর্থ ও উচ্চারণসহ
কোরিয়ান ☞ উচ্চারণ ☞ অর্থ
일요일 ☞ ইরুইল ☞ রবিবার।
월요일 ☞ উঅরিওইল ☞ সোমবার।
화요일 ☞ হোয়াইওইল ☞ মঙ্গলবার।
수요일 ☞ সুইওইল ☞ বুধবার।
목요일 ☞ মুগিওইল ☞ বৃহস্পতিবার।
금요일 ☞ খুমিওইল ☞ শুক্রবার।
토요일 ☞ থোইওইল ☞ শনিবার।
আশা করি আপনি কোরিয়ান ভাষায় সপ্তাহের নাম শিখতে পেরেছে। কোরিয়ান ভাষায় খুটিনাটি সকল বিষয় জানতে আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুণ।
Tags:
কোরিয়ান সপ্তাহের নাম, কোরিয়ান বার এর নাম, কোরিয়ান ৭ দিনের নাম, কোরিয়ান দিনের নাম বাংলা ও উচ্চারণসহ, কোরিয়ান সপ্তাহের নাম বাংলা ও উচ্চারণ সহ, Korean week Names, korean bar name, korean Saptahik name
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url