D3 Mega Campaign is coming! Look at this great deal!
Hurry! Amazing deals on Daraz!

অনুচ্ছেদঃ প্রতিবন্ধীদের প্রতি মানবিক দায়বদ্ধতা

Advertisement
অনুচ্ছেদঃ প্রতিবন্ধীদের প্রতি মানবিক দায়বদ্ধতা
অনুচ্ছেদঃ প্রতিবন্ধীদের প্রতি মানবিক দায়বদ্ধতা

প্রতিবন্ধীদের প্রতি মানবিক দায়বদ্ধতা

বিষয়ঃ অনুচ্ছেদ

শ্রেণিঃ ক্লাস ৫ ৬ ৭ ৮ ৯ ১০ এসএসসি এইচএসসি পরীক্ষার | class 5 6 7 8 9 10 SSC HSC 

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের এ শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় তার কাজকর্মে ও আচার-আচরণে। মানব চরিত্রের সুন্দর বিকাশ আর মহৎ গুণাবলির সমন্বয়ে সৃষ্টির সেরা জীব হিসেবে তাঁর অনন্য পরিচয় ফুটে ওঠে। শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ্ মানুষকে দিয়েছেন শারীরিক সক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতা, কিন্তু সমাজে বসবাসকারী সবাই সমান দক্ষতা বা সক্ষমতা নিয়ে জন্মায় না। সমাজে কিছু কিছু মানুষ জন্মগতভাবে কিংবা পরবর্তীতে শারীরিক কিংবা মানসিক অক্ষমতায় আক্রান্ত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন এই মানুষগুলোকে সনাতনী ভাষায় 'প্রতিবন্ধী' বলা হয়। প্রতিবন্ধিতার বৈচিত্র্যের কারণে এই অনগ্রসর জনগোষ্ঠীকে বিভিন্নভাবে দেখা যায়। শারীরিক ও মানসিক পঙ্গুতা বা বিকলাঙ্গতা মানুষকে করে তোলে প্রতিবন্ধী। এর অনেক কারণ রয়েছে। প্রধানত জন্মগত, ব্যাধিগত, অপুষ্টিজনিত বা দুর্ঘটনাজনিত কারণে মানুষকে প্রতিবন্ধিতার শিকার হতে হয়। পোলিও, বসন্ত, উদরাময়, টাইফয়েড ইত্যাদি সংক্রামক রোগে স্বাভাবিক সুস্থ মানুষও প্রতিবন্ধিতার শিকার হতে পারে। দয়া নয়, করুণা নয়, ভিক্ষা নয়, মৌখিক সহানুভূতিও নয়— প্রতিবন্ধীদের জন্য বিশ্ব প্রতিবন্ধী বর্ষে প্রত্যাশিত ছিল মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন; প্রত্যাশিত ছিল মানবিক, সামাজিক ও রাষ্ট্রীয় কর্তব্য ও দায়িত্ববোধের উন্মেষ। অর্থনৈতিক পুনর্বাসনের মধ্যস্থতায় বর্তমানে প্রতিবন্ধীদের কর্মক্ষমতা, প্রতিভা এবং আত্মবিশ্বাসের বিকাশ সম্ভব। তারা পৃথিবীর গলগ্রহ নয়, নয় করুণারও পাত্র, এ পৃথিবীকে তাদেরও কিছু দেবার আছে— এ উপলব্ধির উন্মেষের সাহায্যে চির অবহেলিত প্রতিবন্ধীরা খুঁজে পাবে তাদের দুর্লভ মানব জন্মের একটি গৌরবময় অর্থ।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url