অনুচ্ছেদ ছবি আঁকা | SSC HSC JSC Class 4 5 6 7 8 9
ছবি আঁকা
ছবি আঁকা হলো এমন একটি শিল্পকর্ম, যার দ্বারা ব্যক্তির মনের ভাব প্রকাশিত হয়। ভাষা আবিষ্কারের পূর্বে এটি মানুষের ভাব প্রকাশের মাধ্যম রূপে প্রচলিত ছিল। মানুষ গুহার বহিরঙ্গে এবং পাথর কেটে নানারকম ছবি এঁকে অন্যের নিকট মনোভাব ব্যক্ত করত। সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে ছবি আঁকার পদ্ধতিরও প্রসার হয়েছে। বর্তমানে ছবি শুধু মনোভাব প্রকাশের জন্য নয়; বরং বিনোদনেরও মাধ্যম বলে স্বীকৃত। কোনো কোনো ব্যক্তি শখ হিসেবে ছবি এঁকে থাকেন। ছবির মাধ্যমে ব্যক্তি তার আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। আবার কোনো কোনো ব্যক্তি ছবি আঁকাকে পেশা হিসেবে গ্রহণ করে থাকেন। ছবি আঁকতে শুধু রঙ-তুলি নয়, বরং মনের মাধুর্য ও একনিষ্ঠ ধৈর্যের প্রয়োজন হয়। মানুষ ছবি এঁকে পরোক্ষভাবে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। শিল্পাচার্য ভায়নুল আবেদীন কর্তৃক তৈরি ছবি এর উৎকৃষ্ট দৃষ্টান্ত। ছবির মাধ্যমে মানুষের সুপ্তপ্রতিভারও বিকাশ সাধিত হয়। তাই ছবি এঁকে কোনো কোনো ব্যক্তি বিখ্যাত হয়েছেন। তন্মধ্যে লিওনার্দো দ্য ভিঞ্চিকৃত 'মোনালিসা', জয়নুল আবেদীনকৃত 'দুর্ভিক্ষ' প্রভৃতি উল্লেখযোগ্য ছবি। ছবি আঁকার মাধ্যমে মানুষের মধ্যে বহুবিধ সচেতনতা সৃষ্টি করা যায়। আর এর ফলে মানুষ কুসংস্কার থেকে মুক্ত হতে পারে। বাংলাদেশের একটি বহুল প্রচলিত কার্টুন হলো 'মিনা'। এ কার্টুনের বিভিন্ন চিত্রায়ণের মাধ্যমে নানারকম সামাজিক অসঙ্গতি; যেমন-যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, পরিবার-পরিকল্পনা, শিশুশ্রম প্রভৃতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা যায়। পাশাপাশি এসবকিছুর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ও প্রতিবাদ গড়ে তোলা যায়। সুতরাং 'ছবি আঁকা' বিষয়টি কেবল আনন্দদানের মাধ্যম হিসেবে ব্যবহার না করে, মানব কল্যাণেও প্রয়োগ করা উচিত।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url