কলেজে ভর্তি চতুর্থ ধাপে আবেদন করার নিয়ম | Xi class Admission system 2023

বাংলাদেশ শিক্ষা বোর্ড আরার জরুরী নোটিশ এর মাধ্যমে জানিয়েছে, কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবার অনলাইনের ভর্তি আবেদন করতে পারবেন।

কলেজে ভর্তি চতুর্থ ধাপে আবেদন করার নিয়ম | Xi class Admission system 2023
কলেজে ভর্তি চতুর্থ ধাপে আবেদন করার নিয়ম | Xi class Admission system 2023

যে সকল শিক্ষার্থীরা আবেদন করেছিলেন কিন্তু কোন কলেজে নির্বাচন না পাওয়া এবং আবেদন না করা শিক্ষার্থীদের জন্য আবারো অনলাইনের মাধ্যমে  কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। কি ভাবে কলেজে অনলাইনে আবেদন করবেন তার নিয়ম দেখুন এবং কখন থেকে আবেদন করবেন তা দেখুন।

কলেজে ভর্তির চতুর্থ ধাপের আবেদন

একাদশ শ্রেনিতে ভর্তির জন্য চতুর্থ ধাপে কি ভাবে করবেন দেখুন, আগামী রোববার (৮ অক্টোবর) থেকে কলেজে ভর্তির চতুর্থ ধাপে অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। আগামী সোমবার (৯ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগামী বুধবার (১১ অক্টোবর) রাত ৮টায় চতুর্থ ধাপে আবেদনের ফল প্রকাশ করা হবে। কলেজে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। (xi class addmission 2023)

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, কলেজ ভর্তির আবেদনের ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) দেয়া পুর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে।

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করে কলেজে মনোনয়ন পাননি তারা চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন। আর যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কলেজে ভর্তি হতে পারেনি বা নিশ্চায়ন করতে পারেনি তারাও চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাবেন।

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম (Xi class Admission system 2023)

আগামী  ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর রাত ১১টা পর্যন্ত অনলাইনে কলেজে ভর্তির চতুর্থ ধাপে আবেদন গ্রহণ করা হবে। কলেজে ভর্তির চতুর্থ ধাপে আবেদন যাচাইবাছাই করা হবে ১০ অক্টোবর। এবং ১১ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। কলেজে ভর্তির চতুর্থ ধাপের আবেদন নিশ্চয়ন করা যাবে ১২ থেকে ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। অনলাইনে কলেজে ভর্তির চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ১৫ অক্টোবর কলেজে ভর্তির সুযোগ পাবেন। [বিঃদ্রঃ একাদশ শ্রেণিতে ভর্তি অনলাইন ছাড়া ম্যানুয়ালি ভর্তি করা হবে না।]

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম

কলেজে ভর্তির আবেদন করার নিয়ম দেখুন, যে ভাবে অনলাইনে কলেজে ভর্তির আবেদন করবেন, 
কলেজে ভর্তির আবেদন করার নিয়ম 
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার এর একটি ব্রাউজার  এই ওয়েবসাইট ওপেন করুণ  http://xiclassadmission.gov.bd/ এখন আপনি “Apply Online” বাটনে ট্যাপ করলে নতুন পেজ পাবে সেখানে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর এবং ভেরিফিকেশন কোড দিয়ে Next করে শিক্ষার্থীর তথ্য যাচাই করুন আর Contact Number এবং কোটা সিলেক্ট করে Next করুণ এরপর পছন্দের “কলেজ সিলেক্ট করুণ” তারপর Preview Application ক্লিক এর পর আপনার সকল তথ্য যাচাই করে Submit বাটনে ক্লিক করলে আপনার আবেদন হয়ে যাবে।

বিঃদ্রঃ আপনার দেওয়া মোবাইল নাম্বার একটি Security Code পাবেন সেটা ভালো ভাবে সংগ্রহ করে রাখবে। (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বরটি Contact Number দিতে হবে)

বিকাশে একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রদানের নিয়ম

বিকাশে একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রদানের নিয়ম

উপায়ে একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রদানের নিয়ম

উপায়ে একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রদানের নিয়ম

রকেটে একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রদানের নিয়ম

রকেটে একাদশ শ্রেণিতে ভর্তির ফি প্রদানের নিয়ম

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম

ধাপঃ ১

Apply Online

১. আবেদনকারীকে নির্ধারিত website-4 (www.xiclassadmission.gov.bd) যেয়ে "Apply Online" Button এ ক্লিক করতে হবে।

ধাপঃ ২


XI CLASS ADMISSION SYSTEM

২. এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

ধাপঃ ৩

Contact Number


৩. আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন। এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।

ধাপঃ ৪

Preview Application

৪.  অতঃপর তাঁকে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনি ৫টি কলেজ / মাদ্রাসা Select করতে পারবে। একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রম ও নির্ধারণ করতে পারবেন। এরপর আবেদনকারী "Preview Application" Button এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন ।

ধাপঃ ৫

Submit

৫. Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী "Submit” Button এ ক্লিক করবেন।

ধাপঃ ৬

Security Code
৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তাঁর প্রদত্ত Contact Number-এর মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পারেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গোপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url