জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির তারিখ প্রকাশ করেছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, আগামী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাসে ভর্তির তারিখ প্রকাশ করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে। অনার্সে আবেদন ও ভর্তি শেষে মার্চ থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন। দ্রুত এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য |
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, এই বছরের গত শিক্ষাবর্ষের মতো এবারও এসএসসি ও এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধা তালিকা করা হবে। আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা নেবে না। পাশাপাশি অপেক্ষমাণ তালিকা থেকেও কয়েক দফায় ভর্তি নিয়ে আসন পূরণ করবেন।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে সারাদেশের ৮৮১টি কলেজে। এরমধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url