ডিলিট হওয়া ফোন নম্বর খুঁজে বেড় বা রিকভারি করার নিয়ম

আমাদের প্রয়োজনীয় অনেক নম্বর মোবাইলে সেভ করে থাকি৷ অনেক সময় ভুল করে ও অসচেতনতা করণে ফোন নম্বর ডিলিট হয়ে যাই। এতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকই জানেনা ডিলিট হওয়া ফোন নম্বর ফেরত আনা যায়। কিছু পদক্ষেপ অনুসরণ করে আপনি মোবাইলে হারিয়ে যাওয়া যেকোনো ফোন নম্বর খুঁজে পেতে পারেন।

ডিলিট হওয়া ফোন নম্বর খুঁজে বেড় বা রিকভারি করার নিয়ম
ডিলিট হওয়া ফোন নম্বর খুঁজে বেড় বা রিকভারি করার নিয়ম

ডিলিট হওয়া কনট্যাক্ট নম্বর ফিরিয়ে আনার নিয়ম

আপনি যদি মোবাইল ফোনে জিমেইল ব্যবহার করেন তাহলে অবশ্যই গুগল অ্যাকাউন্টি সেট আপ করতে হবে। এরপর আমি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ডিলিট হওয়া ফোন নম্বর খুঁজে বেড় করতে পারবেন খুব সহজে। কনট্যাক্ট নম্বর খুঁজে পেতে নিচে ধাপগুলি অনুসরণ করতে হবে।

১। প্রথমত, আপনার মোবাইল ফোনে গুগল কনট্যাক্ট অ্যাপ ডাউনলোড করুন।

২। নম্বর গুলো যে ফোনে সেভ করা ছিল সেই ফোনের গুগল আইডি দিয়ে এই লগইন করুন।

৩। কনট্যাক্ট অ্যাপের মাধ্য নিচের দিকে ফিক্স অ্যান্ড ম্যানেজ আইকনে ট্যাপ করুন।

৪। এখন আপনি কনট্যাক্ট নম্বর ইমপোর্ট, এক্সপোর্ট এবং রিস্টোর করার অপশন পাবেন।

৫। এখানে রিস্টোর কনট্যাক্টস অপশনে ট্যাপ করে রিস্টোর বাটনে ক্লিক করুন।

৬। ডিলিট হয়ে যাওয়া সমস্ত কনট্যাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

আপনি মোবাইল ফোনের সেটিং থেকে আপনার ফোনের একটি ব্যাকআপ নেওয়া থাকলেও ডিলিট হয়ে যাওয়া কনট্যাক্ট নম্বরগুলো ফিরিয়ে আনতে পারবেন।

১। আপনার ফোনে সেটিংস অপশনে যান। 

২। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপশনে প্রবেশ করুন।

৩। রিস্টোর অপশনে ট্যাপ করে কনট্যাক্ট অপশনটিতে ক্লিক করুন।

৪। এরপর ডিলিট হওয়া কনট্যাক্ট নম্বর ফিরে পাবেন।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url