বিকাশ অ্যাপে সেন্ড মানি আর নির্ভুর, সুরক্ষিত ও নিরাপদ করতে ‘ডিসক্লেইমান’ অপশন চালু করুন

আমরার অনেক সময় ব্যাস্ত থাকা বা জরুরী কোন কাজ করা অবস্থায় তাড়াহুড়ো করে বিকাশের মধ্যে কাউকে সেন্ড মানি করতে গিয়ে অনেক সময় ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেন এতে করে অনেক সমস্যা মুখে পরতে হয়। এই সমস্যা থেকে বা ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠানো বন্ধ ব্যবস্থা চালু করেন বিকাশ অ্যাপে।

বিকাশ অ্যাপে সেন্ড মানি আর নির্ভুর, সুরক্ষিত ও নিরাপদ করতে ‘ডিসক্লেইমান’ অপশন চালু করুন
বিকাশ অ্যাপে সেন্ড মানি আর নির্ভুর, সুরক্ষিত ও নিরাপদ

বিকাশ গ্রাহক দেরে নিরপদে লেনদেন এবং নির্ভুল ও সুরক্ষিত করতে বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ সেবায় সতর্কীকরণ ধাপ যুক্ত করে। এই সতর্কীকরণ ধাপের নাম দিয়েছে ‘ডিসক্লেইমার’। এই অপশানের কাজ হচ্ছে আপনার মোবাইল সেভ করা নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বারে তাড়াহুড়ো করে সেন্ড মানি করার সময় ভুল নাম্বারে টাকা পাঠানোর বিড়ম্বনা এড়াতেই বিকাশ অ্যাপে এই সুবিধা যুক্ত করা হয়েছে।

বিকাশ ডিসক্লেইমার অপশন

কোন গ্রাহক বিকাশ অ্যাপে সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে ‘সেন্ড মানি’ করার সময় একটি ‘ডিসক্লেইমার প্রম্পট’ বা সতর্কীকরণ বার্তা দেখা যাবে, যেখানে বলা থাকবে ‘নাম্বারটি সঠিক কি না তা অনুগ্রহ করে আবার চেক করুন’। সেই অনুযায়ী নাম্বারটি নিশ্চিত হয়ে পরবর্তী ধাপে টাকার পরিমাণ উল্লেখ করে সেন্ড মানি করলেই ভুল নাম্বারে টাকা পাঠনোর কোনো সম্ভবনা থাকবে না।

ডিসক্লেইমার সেবা কিভাবে পাওয়া যাবে

বিকাশ অ্যাপের মধ্যেম ‘সেন্ড মানি অটো পে’ সেট করার সময় এবং ‘গ্রুপ সেন্ড মানি’-তে সেভ করা নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বার যোগ করার সময়েও এই সুবিধা পাওয়া যাবে।

বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠানোর এড়ানোর

এছাড়া আরও কিছু বিষয়ে নজর রাখলে ভুল নাম্বারে টাকা পাঠানোর কোনো বিড়ম্বনাই থাকে না-

১। নতুন কোনো নাম্বারে সেন্ড মানি করার আগে প্রাপকের সাথে কথা বলে নাম্বারটি নিশ্চিত করে নেয়া যেতে পারে।

২। টাকার পরিমাণ প্রবেশ করার পর টাকার অংক ঠিক আছে কি না তা দেখে নেয়া দরকার।

৩। সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে সেন্ড মানি করার সময় নাম্বারটি কয়েকবার মিলিয়ে নেয়া ভালো।

৪। ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেললে দ্রুত বিকাশ হেল্পলাইন ১৬২৪৭, অফিশিয়াল ওয়েবসাইট/ লাইভ চ্যাট অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে।

উপরে দেওয়া ধাপ গুলো অনুসরণ করলে বিকাশের মধ্যেমে ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠানো এড়িয়ে যাওয়া সম্ভব।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url