গ্রামীণফোন রিচার্জ মেয়াদের টেবিল নতুন - Grameenphone
কিছুদিন আগে মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন কোম্পানি বিভিন্ন রিচার্জের ওপর ভিত্তি করে টাকার মেয়াদ দিয়েছিল। সর্বনিম্ন ২০ টাকা রিচার্জে ১০ দিন মেয়াদ দেওয়া হয়েছিল এতে গ্রাকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এরপরে গ্রাহকদের দাবির মুখে পরে অবশেষে সব ধরনের রিচার্জে মেয়াদ বাড়িয়েছে গ্রামীণফোন অপারেটর। গ্রামীণফোনের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে সর্বনিম্ন ২০ টাকা রিচার্জে ১০ দিনের পরিবর্তে মেয়াদ হবে ৩৫ দিন (১ মাস ৫দিন) করা হয়েছে। এবং গ্রামীণফোন অপারেট গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অন্যান্য রিচার্জের টাকা পরিমাণ এর মেয়াদ বাড়িয়েছেন।
গ্রামীণফোন রিচার্জ মেয়াদের টেবিল নতুন |
গ্রামীণফোন রিচার্জ মেয়াদ
গ্রামীণফোনের নতুন বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন থেকে ২০-৪৯ টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ হবে ৩৫ দিন, যা আগে চেয়ে বাড়িয়েছে। ৫০-১৪৯ টাকা রিচার্জের মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন এবং ১৫০-২৯৯ টাকা রিচার্জের মেয়াদ ৪৫ দিন থেকে বাড়িয়ে ৬৫ দিন করা হয়েছে। ২৯৯ টাকার বেশি যে কোনো রিচার্জের মেয়াদ হবে ৩৯৫ দিন।
গ্রামীণফোন রিচার্জ মেয়াদের টেবিল নতুন
রিচার্জ এমাউন্ট | মেয়াদ |
৳২০-৳৪৯ | ৩৫ দিন |
৳৫০-৳১৪৯ | ৪৫ দিন |
৳১৫০-৳২৯৯ | ৬৫ দিন |
৳২৯৯ বেশি | ৩৯৫ দিন |
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url