জিমেইল অ্যাকাউন্টে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করার নিয়ম

জিমেইল অ্যাকাউন্টে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করে একটি অ্যাকাউন্টেই একাধিক মেইল ম্যানেজ করা সম্ভব। যেমনঃ ইয়াহু, আউটলুক বা আইক্লাউড মেইল ইত্যাদি।

জিমেইল অ্যাকাউন্টে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করার নিয়ম
জিমেইল অ্যাকাউন্টে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করার নিয়ম

আপনি প্রতিনিয়ত জিমেইল ব্যবহার করার পাশাপাশি ইয়াহু, আউটলুক বা আইক্লাউড মেইল ব্যবহার করে কিন্তু সমস্যা হচ্ছে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে মেইল অ্যাকাউন্ট ম্যানেজ করা বেশ ঝামেলার কাজ। কিন্তু আপনি জানেন কি জিমেইল এই সমস্যার দারুন একটি সমাধান দিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানবে এই পোস্টে। 

আমরা তো অনেকেই জানি স্মার্টফোনের জিমেইল অ্যাপে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করার ফিচারটি আছে। কিন্তু জিমেইল অ্যাকাউন্টে বাদে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্টও কিন্তু অ্যাড করা যায় সেই বিষয়ে অনেকেই হয়তো জানেনা। থার্ড-পার্টি ই-মেইল শুধু অ্যাড করাই নয়, এমনকি গুগলের স্প্যাম ফিল্টারিং ও ট্যাবড ইনবক্স-এর মতো ফিচারও ব্যবহার করা যাবে জিমেইলে অ্যাপের মাধ্যমে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে জিমেইলে অ্যাপে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করা যায়।

জিমেইলে থার্ড-পার্টি ই-মেইল অ্যাকাউন্ট অ্যাড করার নিয়ম

  • প্রথমেই জিমেইল অ্যাপটি ওপেন করে অ্যাকাউন্টের প্রোফাইল পিচকারে বা অ্যাভাটারে ট্যাপ করতে হবে।
  • এরপর ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ অপশনটি সিলেক্ট করুন।
  • এখন আপনি কোন ধরণের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার কিছু অপশন দেখাবে যেখানে গুগলের পাশাপাশি আউটলুক ও ইয়াহুও রয়েছে।
  • আপানার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি যদি এগুলোর কোনোটিই না হয় সেক্ষেত্রে ‘আদার’ অপশনটি সিলেক্ট করে যে ই-মেইল অ্যাড্রেসটি অ্যাড করতে চাচ্ছেন সেটি নির্দিষ্ট বক্সে টাইপ করে দিবেন।
  • এরপর নেক্সট বাটনে ক্লিক পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 
  • এবার থেকে আপনি আপনার থার্ড-পার্টি মেইল অ্যাকাউন্টটিও জিমেইল অ্যাপ ব্যবহার করেই অ্যাক্সেস ও ম্যানেজ করতে পারবেন।
  • আপনি চাইলে বিভিন্ন অ্যাকাউন্টের ইনবক্স আলাদা রাখতে পারেন, সেক্ষেত্রে একবারে একটি অ্যাকাউন্টের ইনবক্সই আপনি অ্যাক্সেস করতে পারবেন। তবে চাইলে আপনি আপনার ফোন বা ট্যাবলেটে সব অ্যাকাউন্টের মেইলগুলো একসাথে একটি ইনবক্সেই দেখে নিতে পারেন।

অ্যাড করা থার্ড-পার্টি মেইল অ্যাকাউন্ট ডিলিট করার নিয়ম

অ্যাড করা ই-মেইল অ্যাকাউন্ট ডিলিট করা জন্য আপনাকে ট্যাপ করতে হবে প্রোফাইল পিচকারে বা অ্যাভাটারে।

তারপর ‘ম্যানেজ অ্যাকাউন্টস’ অপশনটিতে গিয়ে নির্দিষ্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করে ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করার প্রক্রিয়াটি অনুসরণ করলেই আপনার জিমেইল অ্যাপ থেকে মুছে যাবে অ্যাকাউন্টটি। 

ডেক্সটপে জিমেইলে থার্ড-পার্টি ই-মেইল অ্যাড করার পদ্ধতি 

  • শুধু জিমেইল অ্যাপেই নয়, ডেক্সটপেও জিমেইল অ্যাকাউন্টে থার্ড-পার্টি ই-মেইল যুক্ত করা যাবে। এজন্য প্রথমেই জিমেইল অ্যাকাউন্টে লগ-ইন করে সেটিংস চিহৃ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর যেতে হবে ‘সি অল সেটিংস’ পেজটিতে
  • এখন ‘অ্যাকাউন্টস এন্ড ইমপোর্ট’ ট্যাবের অধীনে ‘চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস’ অপশনে যেতে হবে।
  • এবার ‘অ্যাড এ মেইল অ্যাকাউন্ট’ অপশনটিতে ক্লিক করলেই একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে।
  • এই পপ-আপ উইন্ডোতে যে ই-মেইল অ্যাকাউন্টটি যুক্ত করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটি লিখে দিবেন।
  • এবারে নেক্সট বাটনে ক্লিক করে ‘লিঙ্ক অ্যাকাউন্টস উইথ জিমেইলিফাই’ সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে যেতে হবে।
  • এবারে আপনার ই-মেইল এর পাসওয়ার্ড দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তাহলে আপনার ই-মেইলটি যুক্ত হয়ে যাবে। 

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url