জিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে বের করা পদ্ধতি
জিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে বের করা পদ্ধতি |
জিমেইলে দ্রুত পুরোনো ই-মেইল খুঁজে পাওয়া যায়
আমরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত কাজে প্রতিদিন একাধিক ই-মেইল আদান-প্রদান করেন অনেকেই। তবে কখনো কখনো কাজের প্রয়োজনে কয়েক বছর আগে আদান-প্রদান করা পুরোনো ই-মেইলে থাকা তথ্য ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু ই-মেইল আদান-প্রদানের সংখ্যা বেশি হলে প্রয়োজনের সময় কয়েক বছর আগের পুরোনো ই-মেইলগুলো খুঁজে পেতে বেশ সমস্যা হয়। ফলে পুরোনো তথ্য সঠিকভাবে জানা সম্ভব হয় না। তবে জিমেইলে চাইলেই বিশেষ কৌশল কাজে লাগিয়ে কয়েক বছর আগের ই-মেইল দ্রুত খুঁজে পাওয়া যায়। জিমেইলে দ্রুত পুরোনো ই-মেইল খুঁজে পাওয়ার পদ্ধতি দেখে নেওয়া যাক।
পুরোনো ই-মেইর খুঁজে পাওয়ার নিয়ম
১। প্রথমে জিমেইণ অ্যাপেন ওপেন করুণ।
২। ওপরে থাকা সার্চ বারে ট্যাপ করুণ।
৩। এরপর সার্চ বারে ‘Older_Than:’ কমান্ড লেখার পর কাঙ্ক্ষিত বছরের সংখ্যা উল্লেখ করে শেষে y যোগ করতে হবে।
যেমনঃ‘Older_Than:5y’ পাঁচ বছর আগের ই-মেইল খুঁজতে হলে সার্চ এভাবে লিখতে হবে।
৪। এরপর সার্চ অপশনে ক্লিক করলেই পাঁচ বছর আগে আদান-প্রদান করা পুরোনো ই-মেইলগুলো দেখা যাবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url