এই ৫টি কোরীয় ড্রামা-সিরিজ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে

বিগত কয়েক বছরে দেশের পাশাপাশি চীন, কোরিয়া ও পাকিস্তানের নাটক-সিনেমা ও সিরিজের অনেক কদর বেড়েছে। বর্তমান সময় প্রায় সবাই এসব দেশের সিরিজ দেখে থাকেন। ভিন্ন দেশের সিরিজ হলেও অনেক সময় বিভিন্ন শেয়ারিং প্ল্যাটফর্মে বাংলা ভাষায় ডাবিংকৃত পাওয়া যায় সিরিজগুলো।

এই ৫টি কোরীয় ড্রামা-সিরিজ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে

বাংলায় ডাবিং না থাকলেও ইংরেজি ভাষায় সাবটাইটেল দেয়া থাকায় সহজেই বোঝা যায় সিরিজের গল্পক-কাহিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার সপ্তাহের ছুটির দিনে এমন কয়েকটি কোরীয় সিরিজ নিয়ে আলোচনা করা যাক, যা আপনার মন খারাপকে ভালো করে দিতে যথেষ্ট।

বিকজ, দিস মাই ফার্স্ট লাইফ

নেটফ্লিক্সের এই সিরিজটিতে একজন আইটি কর্মচারী এবং গৃহহীন লেখক শুধু সুবিধার জন্য বিয়ে করেন। আর ধীরে ধীরে ভালোবাসা সাহচর্যের প্রকৃত অর্থ বুঝতে পারেন।

ক্রাশ ল্যান্ডিং অন ইউ

দক্ষিণ কোরিয়ার একজন ধনী ব্যক্তি উত্তরাধিকারী দুর্ঘটনাক্রমে প্যারাসুটের মাধ্যমে উত্তর কোরিয়ায় অবতরণ করেন। উত্তর কোরিয়ার এক সৈনিকের প্রেমে পড়েন তিনি। এতে ত্যাগ ও ভালোবাসার এক অনন্য গল্প তুলে ধরা হয়েছে। যা নেটফ্লিক্সে দেখতে পাবেন দর্শকরা।

হার প্রাইভেট লাইফ

একজন আর্ট কিউরেটর তার ফ্যানগার্লিং অভ্যাসগুলো সবসময় বসের কাছ থেকে আড়ালে রাখেন। তবে বাস্তব অনুভূতি সামনে আসার পর মূল গল্প শুরু হয়। সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাবে।

রান অন

একজন সাবেক ক্রীড়াবিদ ও একজন অনুবাদকের গল্প নিয়ে তৈরি করা হয়েছে সিরিজটি। যারা জীবন ও সম্পর্কের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ভালোবাসা ও বোঝার গুরুত্ব শেখে। সংযোগ ও সহানভূতি জীবনকে কীভাবে আরও ভালো করতে পারে তাই দেখানো হয়েছে সিরিজটিতে।

টাচ ইউর হার্ট

একটি কেলেঙ্কারিতে একজন বিখ্যাত অভিনেত্রী আটক হন। এ ঘটনায় আইনজীবীর সহযোগিতা নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর এই সময়ের মধ্যে তিনি ভালোবাসা খুঁজে পান এবং নিজেকে আরও ভালো করে বুঝতে পারেন। সিরিজটি এমএক্স প্লেয়ারে দেখতে পাবেন।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url