পেয়ারা পাতা দিয়ে চুল পড়া কমার উপায়

পেয়ারা পাতা দিয়ে চুল পড়া কমার উপায়
পেয়ারা পাতা দিয়ে চুল পড়া কমার উপায়

চুল পড়া অত্যন্ত জটিল একটি সমস্যা। যা প্রতিনিয়ত এই সমস্যায় ভুগছেন অনেকেই। অল্প বয়সে অনেকেরই চুল পড়ে টাক হয়ে গিয়েছে। এই সমস্যা দূর করার সহজ সমাধান চাই অনেকেই। চুর পড়া রোধ করতে অনেক ধরণের ফলও কার্যকরী ভূমিকা পালন করে। ঠিক তেমনি একটি ফল হচ্ছে পেয়ারা যা বছরে প্রায় সময় পাওয়া যাই। যেমন এটা খেতে সুস্বাদু তেমন অনেক পুষ্টি ভরপুর। তেমনি পেয়ারার পাতায় রয়েছে বেশ গুণাগুণ। পেয়ারার পাতা চুল পড়া রোধ করতে ভালো কাজ করে। আর চুলের বৃদ্ধি উন্নত করতেও সহায়তা করে।

পেয়ারা পাতায় কী উপাদান আছে?

পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

চুল পড়া রোধে যেভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা

প্রথমত, একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে তাতে এক মুঠো পেয়ারা পাতা দিন। এখন ২০ মিনিট সিদ্ধ করুন। তারপর পানি ফিল্চার করে ঠান্ডা করে নিতে হবে। এবার এই পানি চুলে এবং মাথার ত্বকে সিরাম হিসেবে ব্যবহার করতে হবে।

এ ছাড়াও, আপনি আপনার মাথার ত্বক পরিষ্কার করতে এটি আপনার শ্যাম্পুতেও মিশিয়ে নিতে পারেন। চুল পড়া কমাতে বা লম্বা চুল চাইলে গোসলের ২ ঘণ্টা আগে বা রাতে এই পানি দিয়ে মাথায় ম্যাসাজ করুন। পেয়ারা পাতা চুলে ব্যবহার জন্য কিছু পাতা শুকিয়ে তারপর পাউডার তৈরি করুন। সেই পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে লাগাতে পারেন। এর সঙ্গে দই ও ডিম মিশিয়ে নিলে আরো ভালো হবে।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url