বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট আঙুলের ছাপ দিয়ে চ্যাট লক করে রাখবেন যেভাবে

Advertisement
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট আঙুলের ছাপ দিয়ে চ্যাট লক করে রাখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট আঙুলের ছাপ দিয়ে চ্যাট লক করে রাখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে অনেকেই গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন। আর তাই স্মার্টফোন চুরি হলে বা গোপনে অন্য কেউ ব্যবহার করলে এসব তথ্য বা ছবির কারণে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপনীয়তা নষ্ট হতে পারে। তবে হোয়াটসঅ্যাপের ‘চ্যাট লক’ সুবিধা ব্যবহার করে চাইলেই গুরুত্বপূর্ণ তথ্য বা ছবিনির্ভর ব্যক্তিগত চ্যাটগুলো লুকিয়ে রাখা যায়। ফলে অন্য কেউ ফোন ব্যবহার করলেও সেই বার্তা বা ছবি দেখতে পারেন না। হোয়াটসঅ্যাপে চ্যাট লক করার পদ্ধতি দেখে নেওয়া যাক—

  • হোয়াটসঅ্যাপে চ্যাট লক সুবিধা চালুর জন্য প্রথমে চ্যাট বক্স থেকে যেসব চ্যাট গোপন রাখতে হবে, সেগুলো ট্যাপ করে নির্বাচন করতে হবে।
  • এরপর পর্দার ওপরের ডান কোণে থাকা তিনটি ডট মেনু আইকনে ক্লিক করতে হবে। এবার ‘লক চ্যাট’ অপশন নির্বাচন করার পর ‘কিপ দিজ চ্যাট লকড অ্যান্ড হিডেন’ বার্তা দেখা যাবে।
  • এরপর ‘কন্টিনিউ’ অপশনে ট্যাপ করে আঙুলের ছাপ দিলেই চ্যাটটি লক হয়ে যাবে।
  • লক করা চ্যাটগুলো ‘লকড চ্যাটস’ নামের একটি আলাদা ফোল্ডারে জমা হবে।
  • লুকানো চ্যাটগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ‘লকড চ্যাটস’ ফোল্ডারে ক্লিক করতে হবে।
  • এরপর যে চ্যাট আনলক করতে হবে, সেটি নির্বাচন করে তিনটি ডট মেনু থেকে ‘আনলক চ্যাট’ অপশন নির্বাচন করে আঙুলের ছাপ দিতে হবে।
  • উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে শুধু ব্যক্তিগত চ্যাট লক করা যায়, গ্রুপ ও কমিউনিটিজ চ্যাট লক করা যায় না।

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url