D3 Mega Campaign is coming! Look at this great deal!
Hurry! Amazing deals on Daraz!

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র MCQ মডেল টেস্ট PDF

Advertisement
HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র MCQ মডেল টেস্ট PDF

এইচএসসি পরীক্ষা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র mcq মডেল টেস্ট :

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি লক্ষ্যে সকল বিষয়ের সাথে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র mcq মডেল টেস্ট দেওয়া সেখানে উত্তর ও প্রশ্ন। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে।

ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে এ মডেল টেস্ট দেওয়া। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র mcq মডেল টেস্ট

উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও:

জনাব হাসান ক্ষুধার্ত হলে ভাত ও মাছ খেতে ইচ্ছা প্রকাশ করেন। সে হোটেলে গিয়ে ২০০ টাকায় ঐ খাবার কিনে খান।

১. জনাব হাসানের ভাত ও মাছ খাওয়ার সাথে নিচের কোনটি জড়িত?

ক. প্রয়োজন খ. অভাব গ. চাহিদা ঘ. পণ্য

২. জনাব হাসান চাহিদার যে সকল শর্ত পূরণ করেছেন তাহলো-

i. আকাক্সক্ষা

ii. সামর্থ্য

iik. অর্থ ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৩. অভাব চাহিদায় পরিণত হলে কয়টি শর্ত লাগে?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

৪. বিপণনের মৌলিক ধারণা কোনটি?

ক. উৎপাদন

খ. সঞ্জয়

গ. বিনিময়

ঘ. ভোগ

৫. কোন দেশে সর্বপ্রথম বিপণন শব্দটি ব্যবহৃত হয়?

ক. কানাডা

খ. যুক্তরাষ্ট্র

গ. যুক্তরাজ্য

ঘ. অস্ট্রেলিয়া

৬. সেবার বৈশিষ্ট্য হলো-

i. স্পর্শনীয়

ii. অদৃশ্যমান

iii. অবিচ্ছিন্নতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৭. ক্রেতা অর্থের মাধ্যমে পণ্যের মালিকানা গ্রহণ করলে তাকে কী বলে?

ক. ক্রয়

খ. বিক্রয়

গ. পরিবহন

ঘ. ঝুঁকিগ্রহণ

৮. বিপণনের কোন কাজটি বিনিময়ের সাথে সম্পৃক্ত?

ক. ক্রয়

খ. মোড়কিকরণ

গ. অর্থসংস্থান

ঘ. পরিবহন

৯. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. রূপগত

খ. স্বত্বগত

গ. স্থানগত

ঘ. সময়গত

১০. মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে কোন ধরনের উপযোগ পাওয়া যায়?

i. স্বত্বগত

ii. স্থানগত

iii. সময়গত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১১. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

ক. সময়গত

খ. রূপগত

গ. স্বত্বগত

ঘ. স্থানগত

১২. নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি?

ক. আয়

খ. প্রযুক্তি

গ. শক্তি

ঘ. ফরমায়েশ

১৩. বাজার বিভক্তকরণ কী বিভক্ত করে?

ক. পণ্য

খ. সেবা

গ. ক্রেতা

ঘ. বিক্রেতা

১৪. নিচের কোনটি শিল্পবাজার বিভক্তিকরণের ভিত্তি?

ক. আয়

খ. প্রযুক্তি

গ. পেশা

ঘ. ধর্ম

১৫. কোন বাজারের ক্রেতারা পণ্যসংক্রান্ত জ্ঞান অর্জন করে?

ক. সরকারি

খ. প্রাতিষ্ঠানিক

গ. শিল্প

ঘ. ভোক্তা

১৬. অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয়?

ক. ১৯১১

খ. ১৯৫৬

গ. ১৯৬৪

ঘ. ১৯৮২

১৭. পণ্যের উপযোগ নিঃশেষকারীকে কী বলে?

ক. ক্রেতা

খ. ভোক্তা

গ. উৎপাদক

ঘ. বিক্রেতা

১৮. নিচের কোন পণ্যটি সরাসরি ভোগ্যপণ্য-

ক. ধান

খ. গম

গ. আটা

ঘ. বিস্কুট

১৯. নিচের কোন ধরনের পণ্য ক্রয়ে পূর্বপরিকল্পনার প্রয়োজন হয় না?

ক. আবশ্যিক

খ. লোভনীয়

গ. বিশিষ্ট

ঘ. শপিং

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:

জনাব আনিস দক্ষ বিপণনকারী। বর্তমানে তার পণ্যের বিক্রয় ব্যাপক হারে বাড়ছে। জনাব হালিম দক্ষ প্রতিযোগী হলেও জনাব আনিসের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হয়ে চিন্তিত ।

২০. জনাব আনিসের পণ্য জীবনচকের কোন স্তরে অবস্থান করছে?

ক. সূচনা

খ. পূর্ণতা

গ. প্রবৃদ্ধি

ঘ. পতন

২১. জনাব হালিমের পণ্যটি জীবনচক্রের যে স্তরে অবস্থান করছে তার কাজ হলোÑ

i. বিক্রয় হ্রাস

ii. বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি

ii. পণ্য মূল্য হ্রাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২২. পণ্যের জীবনচক্রের মৌলিক স্তর কয়টি?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

২৩. পণ্য জীবনচক্রের কোন স্তরে স্থায়িত্বকাল অধিক হয়?

ক. সূচনা

খ. পূর্ণতা

গ. প্রবৃদ্ধি

ঘ. পতন

২৪. পণ্যের জীবনচক্রের কোন স্তরে মুনাফা থাকে না?

ক. উন্নয়ন

খ. সূচনা

গ. প্রবৃদ্ধি

ঘ. পূর্ণতা

উদ্দীপকটি পড়ে ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

একটি কোম্পানির এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা। মোট স্থায়ী ব্যয় ৬,০০,০০০ টাকা এবং মোট বিক্রয়ের পরিমাণ ১,০০,০০০ একক।

২৫. প্রতিষ্ঠানটির এককপ্রতি উৎপাদন ব্যয় কত টাকা?

ক. ২৪

খ. ২৫

গ. ২৬

ঘ. ২৭

২৬. কক্সবাজারের হোটেলগুলো অফ-সিজনে পর্যটক আকর্ষণে নিচের কোন ধরনের বাট্টা দেয়?

ক. নগদ

খ. মৌসুমি

গ. পরিমাণগত

ঘ. কার্যভিত্তিক

২৭. ওয়ারেন্টি হলো-

i. মূল পণ্য

ii. প্রকৃত পণ্য

iii. বর্ধিত পণ্য

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i

গ. iii

ঘ. i, ii ও iii

২৮. বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা?

ক. একমুখী

খ. দ্বিমুখী

গ. ত্রিমুখী

ঘ. বহুমুখী

২৯. বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?

ক. সময়গত

খ. স্বত্বগত

গ. ঝুঁকিগত

ঘ. জ্ঞানগত

৩০. বিক্রয় প্রসারের কৌশলসমূহ হলো-

i. মূলধন বিনিয়োগ

ii. ভাতা প্রদান

iii. অর্থ প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

এইচএসসি পরীক্ষা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র mcq মডেল টেস্ট উত্তরমালা দেখুন

 Answer Sheet

এইচএসসি পরীক্ষা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র mcq মডেল টেস্ট উত্তরমালা দেখুন

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র mcq মডেল টেস্ট প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করুন

Q & Answer Sheet

আরো দেখো: HSC ২০২৫ সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট

এইচএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি সকল বিষয়ে mcq মডেল টেস্ট শেয়ার করে থাকি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Q & Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।


সূত্রঃ কোর্সটিকা

এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Next Post Previous Post
মন্তব্যগুলো দেখান
মন্তব্যগুলো যোগ করুণ

আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।

comment url