ভাবসম্প্রসারণ কি? ভাবসম্প্রসারণ তালিকা। ভাব-সম্প্রসারণ কাকে বলে | কৌণিক বার্তা Emotion-expansion list
ভাবসম্প্রসারণ কি? ভাবসম্প্রসারণ কাকে বলে?
ভাবসম্প্রসারণ মানুষ কখনো কখনো অল্প কথায় মনের ভাব প্রকাশ করে । এই ভাবকে ঠিক রেখেই এর সম্প্রসারণ করতে হয় । ভাবসম্প্রসারণ অনেকটা ভাবার্থের বিপরীত । কোনো পদ্যাংশ বা গদ্যাংশের ভেতর একটি গূঢ় তাৎপর্য অত্যন্ত স্বপ্নায়তনে থাকে । তাকে বিস্তৃতভাবে প্রকাশ করার নামই ভাবসম্প্রসারণ। ইংরেজিতে এটিকে Amplification বা Explanation of idea বলে ।
সুতরাং যে ভাব বা Idea সংক্ষেপে বা ইঙ্গিতে করা হয়েছে , তাকেই বিস্তৃত করে প্রকাশ করাকে ভাবসম্প্রসারণ বলা হয় ।
আমরা চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ ভালো এবং সহজ লেখার মাধ্যমে এবং অসংখ্য ভাবসম্প্রসারণ দেওয়ার জন্য। ভালো মানের ভাবসম্প্রসারণ আপনাদের দিয়ে থাকি এই ওয়েবসাইট।
সাধারণত ভাবটি রূপকধর্মী , সংকেতময় বা তাৎপর্যপূর্ণ শব্দগুচ্ছের আবরণে প্রচ্ছন্ন থাকে । নানা দিক থেকে সেই ভাবটির ওপর আলোকপাত করে তার যরূপ তুলে ধরা হয় ভাবসম্প্রসারণে । ভাবটি বিশ্লেষণ করতে গিয়ে আমরা বুঝতে পারি , এ ধরনের গদ্য বা পদ্যাংশে সাধারণত মানবজীবনের কোনো মহৎ আদর্শ , মানবচরিত্রের কোনো বিশেষ বৈশিষ্ট্য , নৈতিকতা , প্রণোদনমূলক কোনো শক্তি , কল্যাণকর কোনো উক্তির অৎপর্যময় ব্যঞ্জনাকে ধারণ করে থাকে । ভাব - সম্প্রসারণ করার সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে সংহত বক্তব্যটিকে পূর্ণভাবে ব্যাখ্যা করা হয় । আবার সেই ভাব রূপক - প্রতীকের আড়ালে সুপ্ত থাকলে প্রয়োজনে যুক্তি , উপমা , উদাহরণ ইত্যাদির সাহায্যে বিশ্লেষণ করা হয় । ভাবসম্প্রসারণের সকল তালিকা নিচে দেওয়া হয়েছে। আপনাদের প্রয়োজনীয় ভাবসম্প্রসারণ দেখু এবং কোন ভাবসম্প্রসারণ না পেয়ে থাকে তাহলে কমেন্টে আমাদের জানাবেন।
Search Table Record
অ
আ
ই
ইচ্ছা থাকলে উপায় হয় |
ঈ
ভাব-সস্প্রসারণ নেই |
উ
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাত |
ঊ
ভাব সম্প্রাসারণ নেই |
ঋ
ভাব সম্প্রাসারণ নেই |
এ
একতাই বল |
এ পৃথিবী অলস কর্মভীরুদের জন্য নয় |
এ জগতে হায়, সে বেশি চায় আছে যার ভূরি ভুরি,রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি |
ঐ
ভাব সম্প্রাসারণ নেই |
ও
ভাব সম্প্রাসারণ নেই |
ঔ
ভাব সম্প্রাসারণ নেই |
ক
খ
ভাব সম্প্রাসারণ নেই |
গ
গতিই জীবন, স্থিতিতে মৃত্যু |
গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন।নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন |
ঘ
জ্ঞানহীন মানুষ পশুর সমান |
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। |
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে |
ঙ
ভাব সম্প্রাসারণ নেই |
চ
ছ
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল |
জ
ঝ
ভাব সম্প্রাসারণ নেই |
ঞ
ভাব সম্প্রাসারণ নেই |
ট
ভাব সম্প্রাসারণ নেই |
ঠ
ভাব সম্প্রাসারণ নেই |
ড
ভাব সম্প্রাসারণ নেই |
ঢ
ভাব সম্প্রাসারণ নেই |
ণ
ভাব সম্প্রাসারণ নেই |
ত
থ
ভাব সম্প্রাসারণ নেই |
দ
ধ
ন
প
ফ
ভাব সম্প্রাসারণ নেই |
ব
ভ
ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ |
ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ |
ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ |
ভোগে সুখ নাই, কর্ম সম্পাদনেই প্রকৃত সুখ |
ম
য
র
রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম |
রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে |
রাত্রে যদি সূর্যশােকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফিরে, শুধু ব্যর্থ হয় তারা |
ল
লোভে পাপ পাপে মৃত্যু |
শ
শিক্ষা জাতির মেরুদণ্ড |
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির |
গশুধাল পথিক, সাগর হতে কি অধিক ধনবান জ্ঞানী বলেন, বাছা, তুষ্ট হৃদয় তরো চেয়ে গরীয়ান |
শিক্ষার্থী শিক্ষকের মানস সন্তান |
ষ
ভাব সম্প্রাসারণ নেই |
স
হ
হে অতীত তুমি ভুবনে ভুবনে, কাজ করে যাও গােপনে গােপনে |
হাতে কাজ করায় অগৌরব নাই, অগৌরব হয় মিথ্যায়, মূর্খতায় |
ক্ষ
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানাে রুটি |
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল |
ড়
ভাব সম্প্রাসারণ নেই |
ঢ়
ভাব সম্প্রাসারণ নেই |
#
ভাব সম্প্রাসারণ নেই |
আপনার মূল মান মতামতটি আমাদের জানান। আমি শালীন ভাষা ব্যাবহার করবো এবং অশ্লীল ভাষা ব্যাবহার থেকে বিরত থাকবো। কৌণিক বার্তা.কম আপনার আইপি অ্যাড্রেস ব্লকের ক্ষমতা রাখে।
comment url